অফিস টাইমে অগ্নিকাণ্ড গণেশ এভিনিউয়ের সরকারি দপ্তরে

খাস কলকাতায় একেবারে অফিস টাইমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের পাঁচতলা একটি বিল্ডিংয়ে আগুন লাগে। আর সেই আগুন লাগার উৎসস্থল একটি সরকারি কার্যালয়। বৃহস্পতিবার দুপুরে এমন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং পুলিশ আধিকারিকেরা। আগুন এতটাই ভয়াবহ আকার ধারন করে যে আগুনকে অ্যারেস্ট করতেই ঘটনাস্থলে আসতে হয় দমকলের ১১টি ইঞ্জিনকে। তবে কী কারণে আগুন লেগেছে সে ব্যাপারে নিশ্চিত ভাবে জানাতে পারেননি দমকল আধিকারিকেরা।
এদিকে দমকল আধিকারিকেরা জানান, এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে সাময়িক ভাবে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি স্থানীয় সূত্রে খবর,পাঁচতলা ভবনের একেবারে উপরের তলাতেই রয়েছে রাজ্য সরকারের একটি কার্যালয়। সূত্রের খবর, সেখানেই প্রথম আগুন লাগে। কী কারণে ওই আগুন লাগে তা স্পষ্ট নয়।
এদিকে সূত্রে এ খবরও মিলছে আগুন লাগার সময়ে ওই সরকারি অফিসে অনেক জরুরি কাগজ ছিল। এর পাশাপাশি কম্পিউটার-সহ অনেক দরকারি মেশিন ছিল। আগুনে এই মেশিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। অফিস টাইমের আগে আগুন লাগে। ফলে কর্মীরা আসার আগেই আগুন লাগার ঘটনার হওয়ায়, বড় বিপত্তি এড়ানো গিয়েছে।
দমকল সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্থ ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বের করার জন্য ছাদ ফুটো করা হয়েছে। স্মোক এক্সজস্টার লাগানো হয়েছে ধোঁয়া বের করার জন্য। এদিকে আগুন লাগার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =