ছুটি শেষে ক্লাস শুরু হতেই আগুন খড়দার সুকচর স্কুলে

ব্যারাকপুর : গরমের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলেছে। আর প্রথম দিনই আগুন লাগল খড়দার সুকচর কেদারনাথ পোদ্দার ( হিন্দি মাধ্যম ) স্কুলে। এদিন বেলায় নীচের তলার একটি ঘরে মিটার বক্স থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ßুñলের শিক্ষক কৃষ্ণকুমার সিং জানান, এদিন বেলা সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে নীচের তলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি ওই ঘরে থাকা দুটো আলমারি বাইরে বের করে আনা হয়। তবে দমকলের তৎপরতায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রেহাই মিলেছে। তাঁর অভিযোগ, খবর দেওয়ার ৪০ মিনিট বাদে সিইএসসি-র লোকজন এসেছে। ফলে ßুñলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে সময় লেগেছে। ততক্ষনে মিটার বক্সের ঘরে থাকা কিছু কাগজপত্র পুড়ে গিয়েছে। তাছাড়া পাখা ও জানলা পুড়ে গিয়েছে। আগুনে ঘরটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। কৃষ্ণ বাবুর অনুমান, শর্টসার্কিটের জেরে মিটার বক্স থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 10 =