টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে আগুন, মৃত্যু এক যাত্রীর

বিশাখাপত্তনম : অন্ধ্রপ্রদেশে ট্রেনে অগ্নিকাণ্ড। গভীর রাতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরে যায়। এক জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই দুই কামরা থেকে বাকি ১৫৭ জনকে নিরাপদে বার করে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনমের কাছে আনাকাপল্লির ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলম এক্সপ্রেসে আগুন ধরে যায়। বিশাখাপত্তনম থেকে জায়গাটির দূরত্ব ৬৬ কিলোমিটার।

রেলের তরফে জানানো হয়েছে, চলন্ত অবস্থাতেই ট্রেনটিতে আগুন লেগেছিল। তা দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেন থামান এবং জ্বলন্ত কামরা থেকে যাত্রীদের বের করার ব্যবস্থা করেন। দু’টির বেশি কামরায় আগুন ছড়ায়নি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর আসে তাঁদের কাছে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ এবং এম২ কোচে দাউদাউ করে আগুন ধরে যায়। দুই বাতানুকূল কামরায় যথাক্রমে ৮২ জন এবং ৭৬ জন যাত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + fourteen =