হাওড়া : হাওড়ার স্ট্র্যান্ড ব্যাংক রোডের ফুল মার্কেটে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি পাথরের দোকানের উপরে হোডিং লাগানোর সময় গ্যাসকাটার থেকে আগুন লাগে, যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মুহূর্তেই আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ২৫ মিনিটের প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কুলিং প্রসেস চালানো হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, গ্যাসকাটারের কাজ থেকে সৃষ্ট স্ফুলিঙ্গই এই আগুনের কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
হাওড়া ব্রিজ সংলগ্ন এই অঞ্চলে ঘনবসতি এবং দোকানপাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দমকল বিভাগের প্রশংসা করছেন স্থানীয়রা।