কলকাতা : ঘড়ির কাঁটায় ভোর তখন ৪.০৮ মিনিট। শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটি খালি লোকাল ট্রেন। যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই আচমকা আগুন! আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা।
জানা গিয়েছে, ওই লোকালের প্রথম কামরার উপরের প্যান্টোগ্রাফ, ওভারহেডের তারে স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যদিও কামরায় কোনও যাত্রী ছিলেন না।
৪টে ১১ মিনিটে ওই রেকটিকে কারসেডে নিয়ে যাওয়া হয়। তার বদলে নতুন রেক নিয়ে আসা হয়। কোনও ট্রেন বাতিল হয়নি। পরিষেবাও স্বাভাবিক ছিল বলে জানিয়েছে রেল। অনুমান, প্যান্টোগ্রাফ ও ওভারহেডের মাঝে কোনও পাখি বসেছিল। তার ফলে এই ঘটনা ঘটে।