প্রয়াগরাজ : উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আগুন-আতঙ্ক! রবিবার মহাকুম্ভ মেলার সপ্তম দিনে মহাকুম্ভ মেলায় একাধিক তাঁবুতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। মেলার এডিএম বিবেক চতুর্বেদী বলেছেন, “দুর্ভাগ্যবশত, গীতা প্রেস ক্যাম্পে আগুন লেগেছে। প্রায় ৭০-৮০টি ঝুপড়ি এবং ৮-১০টি তাঁবু পুড়ে গেছে। কোনও হতাহতের খবর নেই। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুন নিভে গিয়েছে।”
কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলেছেন দমকল কর্মীরা। তবে, অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ালো মহাকুম্ভ মেলা চত্বরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কোনও হতাহতের খবর নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা বলেন। আগুন লাগার ঘটনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। উত্তর প্রদেশের মন্ত্রী এ কে শর্মা বলেছেন, “আগুন ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। আমি মা গঙ্গা, ত্রিবেণী এবং হনুমান জিকে ধন্যবাদ জানাই। আমাদের পুলিশ টিম এবং এনডিআরএফ ঘটনাস্থলে রয়েছে।”

