আসানসোল পুরসভার কাউন্সিলের বাড়িতে আগুন

কুলটি সাঁকতোড়িয়া কলোনি এলাকায় আসানসোল পুরসভার  কাউন্সিলের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রে খবর, শনিবার গভীর রাতে আসানসোল পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্যের বাড়িতে আগুন লাগে। সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় সময় কাউন্সিলর ইন্দ্রানী আচার্য ও তাঁর বিজেপি নেতা অভিজিৎ আচার্য বাড়ির ভিতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ-ই তাঁরা বুঝতে পারেন যে বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে হইচই শুরু হয়। সপরিবারে কাউন্সলির বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কাউন্সিলরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির দোতলার ঘরে প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।পরিবারের তরফ থেকেই দমকলে খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই গোটা বাড়িকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট শার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখার গ্রাসে দোতলার ঘরে সমস্ত আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিস সব পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই। তবে কাউন্সিলরের পরিবার সূত্রে খবর, আগুনে বাড়ির কয়েক লাখ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

দোতলায় আগুন লাগার কারণে স্থানীয়দের পক্ষে নেভানোর কাজ করা সম্ভব ছিল না। এই ঘটনায় স্থানায়ী বাসিন্দারা জানান,  ‘হঠাৎ করে মাঝরাতে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসি। দেখি কাউন্সিলরের বাড়ি আগুনে দাউদাউ করে জ্বলছে। আশেপাশে অন্যান্য বাড়ি থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 10 =