ফের আগুন বড়বাজারে। মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ আগুন লাগে একটি প্লাস্টিকের কারখানায়।এদিন বেলা ১২টা নাগাদ বড়বাজারের মালাপাড়া এলাকার ৩বি দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখতে পান স্থানীয়রা। যখন এই ঘটনা ঘটে তখন বড়বাজারে ব্যস্ততা চরমে।স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিক ব্যবহার করে নানা জিনিস তৈরি হয় এই কারখানায়। মূলত জামাকাপড়ে কারুকাজ করার জরি, পুঁতি, চুমকি তৈরি করা হয় কারখানাটিতে। দ্রুত খবর দেওযা হয় দমকলে। খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় ওই কারখানা থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় তারা। এদিকে কারখানার ভিতরে দাহ্য পদার্থ মজুত ছিল বলে অনুমান। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করছেন দমকলবাহিনীর আধিকারিকেরা।
দমকলবাহিনী সূত্রে খবর, আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি। তবে ভিতরে কারও আটকে থাকার খবরও মেলেনি। এদিকে বড়বাজার থানার পুলিশের তরফ থেকে ঘটনাস্থল পরীক্ষা করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।