মুখ্যমন্ত্রীর ভাইয়ের আবাসনের বাসিন্দার থেকে আগ্নেয়াস্ত্র আটক পুলিশের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আবাসনের বাসিন্দার থেকে আগ্নেয়াস্ত্র হেফাজতে নিল পুলিশ। কালীঘাট থানা পুলিশ সূত্রে খবর, আবাসনের একতলার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন বিহারের চার পরিচিত ব্যবসায়ী। হঠাৎ-ই তাঁদের আগ্নেয়াস্ত্র নিয়ে ফ্ল্যাট থেকে বের হতে দেখেন নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাঁরা খবর দেন স্থানীয় পুলিশ থানায়। খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশকর্মীরা। এরপরই ওই চারজনের থেকে আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে নেয় পুলিশ।পাশাপাশি পুলিশ সূত্রে খবর,  ব্যবসার কাজে বিহার  থেকে কলকাতায় এসেছেন ওই চার ব্যবসায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আবাসন যেটি তাঁরই ফ্ল্যাটের নিচে ফ্ল্যাট ভাড়া নেন ওই চারজন। পুলিশ সূত্রে খবর, ওই চারজনের গতিবিধিতে সন্দেহজনক কিছু মেলেনি।এমনকী এই আগ্নেয়াস্ত্রের জন্য এই চার ব্যবসায়ীর কাছে বৈধ কাগজপত্রও ছিল।এরপরও আগ্নেয়াস্ত্রগুলি জমা নেয় কালীঘাট থানার পুলিশ। কারণ, স্বয়ংস্ক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে এমন হাই সিকিওরিটি জোনে ঘোরাতেই আপত্তি কলকাতা পুলিশের। শুধু তাই নয়, কালীঘাট পুলিশ সূত্রে এও জানানো হয় যে, তাঁদের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও যেহেতু তারা এরাজ্যের বাসিন্দা নন এবং এখানে তাঁদের কোনও স্থায়ী ঠিকানা নেই। আর তাঁরা ভাড়ায় ওই ফ্ল্যাটে আছেন।তাই এভাবে ভিনরাজ্যে অস্ত্র ব্যবহার করা যায় না।একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিজের রাজ্যে ফিরে যাওয়ার সময় ওই আগ্নেয়াস্ত্র ফেরত পাবেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের আবাসনের অনতিদূরেই মুখ্যমন্ত্রীর নিজের বাড়িও।কাছেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর শান্তিনিকেতন আভাসনে। সব মিলিয়ে এমন হাই সিকিওরিটি জোনে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীদের ঘুরতে দেখেই এমন তড়িঘড়ি পদক্ষেপ কলকাতা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =