বিধাননগর : মেদিনীপুর মেডিকেল কলেজে ‘স্যালাইন’ কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল স্বাস্থ্য ভবনে স্মারকলিপি জমা দেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
আগে থেকেই নির্ধারিত ছিল, স্যালাইন কাণ্ডের অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। তবে স্বাস্থ্য ভবনের কয়েকশো মিটার দূরে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে তাঁদের আটকে দেওয়া হয়। কিছুক্ষণ পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের পর অবশেষে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় এবং বিরোধী দলনেতা সহ চার বিধায়কের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে প্রবেশ করেন। সেখানে স্বাস্থ্য অধিকারিকদের সঙ্গে আলোচনা শেষে স্পেশাল সেক্রেটারির কাছে স্মারকলিপি জমা দেন শুভেন্দু অধিকারী।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, ‘‘সরকার আরজিকর হাসপাতালে সিআইডি পাঠিয়ে যেমন তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, এখানেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তাই আমরা হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানিয়েছি।’’ পাশাপাশি মুখ্যসচিবের কাছেও সিট গঠনের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
বিজেপির অভিযোগ, এই ঘটনার সঠিক তদন্তে সিআইডি, সিবিআই এবং ড্রাগ কন্ট্রোল অফিসারদের নিয়ে একটি যৌথ তদন্তকারী দল গঠন করা প্রয়োজন। শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘সরকার তথ্য গোপন করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা এর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত চাই।’’

