মুম্বই : পর্নোগ্রাফি কাণ্ডে নাম জড়িয়েছিল শিল্পপতি রাজ কুন্দ্রার। সেই মামলায় দু’মাস জেলও খাটেন তিনি। এবার আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির নজরে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ। শুক্রবার মুম্বইতে রাজের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর সহযোগীদের বাড়ি ও অফিসেও ইডি তল্লাশি চালিয়েছে বলে সূত্রের খবর।
পর্নোগ্রাফি কাণ্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছে আর্থিক কেলেঙ্কারির মামলাটি। ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি কাণ্ডে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। দু’মাস জেলেও ছিলেন তিনি। তারপর ওই বছরেই সেপ্টেম্বর মাসে জামিন পান শিল্পার স্বামী। পর্নোগ্রাফি কাণ্ডে রাজ কুন্দ্রাকে মূলচক্রী হিসেবে চিহ্নিত করে মুম্বই পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ অ্যাপ তথা ওটিটি প্ল্যাটফর্মের সন্ধান পায় তদন্তকারীরা।
তদন্তে জানা যায়, ওই অ্যাপে তথা ওটিটি প্ল্যাটফর্মটির মালিক ছিলেন রাজ। যাতে পর্নোগ্রাফি ভিডিও দেখানো হতো। অভিযোগ, রাজ নিজে এই ধরনের ছবি তৈরি করতেন। পরে সেটা বিক্রি করতেনও। শুধুই এই পর্নোগ্রাফি কাণ্ড নয়, বিটকয়েন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে শিল্পার স্বামীর।