সন্তোষ ট্রফি ফাইনালে হাজির থাকবেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

সন্তোষ ট্রফির গ্ল্যামার যেন ক্রমশ বাড়ছে। গত বার চূড়ান্ত পর্ব হয়েছিল সৌদি আরবে। এ বার সেই সন্তোষ ট্রফিতেই হাজির থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মার্চ মাসের ৯ অথবা ১০ তারিখ অরুণাচল প্রদেশে সন্তোষ ট্রফি ফাইনাল হওয়ার কথা। সেখানেই হাজির থাকার কথা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্তার। সেই সঙ্গে একঝাঁক ফিফা কর্তার আসার কথা। বৃহস্পতিবার দিল্লির ফুটবল হাউসে ছিল ফেডারেশনের কার্যকরী সমিতির সভা। সেখানেই ইনফান্তিনোর আসার কথা ঘোষণা করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।

কল্যাণ বলেছেন, ‘ভালো লাগছে বলতে, আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে একাধিক বার আলোচনার পর ঠিক হয়েছে, এ বার ফিফা সন্তোষ ট্রফির নাম হবে ফিফা সন্তোষ ট্রফি। টুর্নামেন্টের মূলপর্বের শুরুতে ফিফা কর্তারা হাজির থাকবেন। অরুণাচল প্রদেশে ৯ বা ১০ মার্চ ফাইনাল হওয়ার কথা। সেখানে হাজির থাকতে পারেন ফিফা প্রেসিডেন্ট।’

চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসার কথা ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের চিফ আর্সেন ওয়েঙ্গারের। এআইএফএফ এ নিয়ে যথেষ্ট মুখিয়ে রয়েছে। ভারতীয় ফুটবলে নতুন যুগ শুরু হতে চলেছে। ফিফা প্রেসিডেন্ট অবশ্য এর আগেও ভারত সফরে এসেছেন। কলকাতায় এসে ডার্বি ম্য়াচ দেখে গিয়েছিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার। কল্যাণ বলেছেন, ‘ফিফা-এআইএফএফ অ্যাকাডেমি যাতে সর্বাঙ্গ সুন্দর করা যায়, ওয়েঙ্গারের সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করব। ভারতের বড় দেশে একটা অ্যাকাডেমি যথেষ্ট নয়। সারা দেশ জুড়ে পাঁচটা অ্যাকাডেমি করার ইচ্ছে রয়েছে আমাদের।’ সম্প্রতি প্রাক্তন কিংবদন্তি কিপার অলিভার কানের সঙ্গে দেখা করেছেন কল্যাণ। তিনি নিজেও ছিলেন গোলপিকার। সেই কারণেই গোলকিপার অ্যাকাডেমি করার পরিকল্পনাও সাজাচ্ছেন এআইএফএফ প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =