হাওড়া : ব্রিগেড সমাবেশের আগেই বিশৃঙ্খলা! রবিবার সকালে হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। বাম কর্মী-সমর্থক, যাঁরা ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন, তাঁরা হাওড়ায় পৌঁছে ক্ষোভ উগড়ে দেন।
অভিযোগ, ব্রিগেডে জনসমাগম ঠেকাতে এবং বামেদের জন্য সমস্যা তৈরি করতেই ফেরি বন্ধ করে রেখেছে প্রশাসন। ফেরি বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা।
ব্রিগেডে মাঠ ভরাতে রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলার বাম কর্মী-সমর্থকেরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। হাওড়া স্টেশনেও তাঁদের ভিড় চোখে পড়েছে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— চারটি গণসংগঠনের ডাকে রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিএম।