জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে!

ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার দ্বারস্থ হয়েছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুরা। তার চব্বিশ ঘণ্টার মধ্যে নড়েচড়ে বসল ফেডারেশন। আইএসএল করতে ফের উদ্যোগী হল এআইএফএফ। এবার কড়া অবস্থান। ফেডারেশন বনাম ক্লাব জোট ইস্যুতে দীর্ঘ টালবাহানায় ঝুলে ছিল আইএসএলের ভবিষ্যৎ। ক্লাব জোটের সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই ২০ বছরের রোডম্যাপ দিয়েছে ফেডারেশন। তবে এ বছরের লিগ শুরু করতেই একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা মিটিয়ে লিগ তৈরির নতুন রূপরেখা দিল ফেডারেশন। কী সেই নতুন রোডম্যাপ?

আইএসএল আয়োজন করতে এবার কড়া পদক্ষেপ নিল ফেডারেশন। আজ ইমার্জেন্সি কমিটিকে রিপোর্ট জমা দিল AIFF-ISL কো অর্ডিনেশন কমিটি। রিপোর্টের নির্যাস এই রকম…

  • রেফারিং ও ব্রডকাস্টিং ফি বহন করবে ফেডারেশন।
  • হোম ম্যাচ আয়োজনের খরচ বহন করবে ক্লাবেরা। সেন্ট্রালাইজড ভেনুতে খেলা হলে সেটাও বহন করবে ক্লাবেরা।
  • লিগে খেলতে ১ কোটি টাকা পার্টিসিপেশন ফি দেবে প্রত্যেক ক্লাব।
  • কোনও ক্লাব খেলতে অস্বীকার করলে সেই ক্লাব অবনমনের আওতায় চলে যাবে।
  • ক্লাব জোটের সঙ্গে আলোচনায় বসে লিগের ফর্ম্যাট নির্ধারণ করবে ফেডারেশন।
  • সামনের সপ্তাহে সূচি ঘোষণা করবে AIFF.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 12 =