আইএসএল এবং আইলিগ নিয়ে টালবাহানা চলছে। প্রায় অন্ধকারে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। ফেডারেশন কর্তারা হিমশিম খাচ্ছে কিভাবে কি আয়োজন করবে এই ভেবে। গত ১২ নভেম্বর আইএসএলের ক্লাবগুলির সিইওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আইএসএল নিয়ে ক্লাবগুলি অন্য কিছু পরিকল্পনা ভাবছে কিনা তা জানতে চায় ফেডারেশন। সেই বৈঠকে হায়দরাবাদ, এফসি গোয়ার মতো কিছু ক্লাবের প্রতিনিধি নিজেদের বক্তব্য রাখেন।
ফেডারেশন নিজে থেকে লিগ আয়োজন করতে চাইলে সম্প্রচারের খরচ বাবদ ১৫-২০ কোটি টাকা ক্লাবগুলি নিজেরাই তুলে দেবে। তবে সেই লিগ আদৌ আইএসএলের মানের হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও এই ভার্চুয়াল বৈঠকে ছিলেন না মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি। এদিকে বৃহস্পতিবার আইএসএল ক্লাবগুলি নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করেন। সেই মিটিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সিইও উপস্থিত থাকলেও ছিলেন না মোহনবাগানের কোনও প্রতিনিধি। ক্লাবগুলির মিটিংয়ে এদিন মূলত অগ্রণী ভূমিকা নেন হায়দরাবাদ এবং নর্থ-ইস্টের প্রতিনিধি। সেই বৈঠকে আলোচনা করা হয়, ক্লাবগুলি আলাদা করে সুপ্রিম কোর্টের কাছে কোনও আবেদন করবে কিনা। সেই সঙ্গে ফেডারেশন আগামী ১৮ নভেম্বর আইএসএল ক্লাবগুলির একটি সরাসরি বৈঠক ডেকেছে। সম্ভবত ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শীর্ষস্তরের লিগ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য। দিল্লির ফুটবল হাউসে ডাকা হয়েছে এই বৈঠক। যেখানে আইএসএলের বিকল্প লিগ নিয়ে আলোচনা হবে।

