আইএসএল নিয়ে টালবাহানার মধ্যে ঘোষণা করা হল সুপার কাপের দিনক্ষণ। আইএসএলের আগেই সুপার কাপ শুরু করার পরিকল্পনা ছিল ফেডারেশনের। সেই মতোই শনিবার রাতে ফেডারেশেনের কার্যকরী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। এই বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হয়, আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। ধাপে ধাপে ২২ নভেম্বর পর্যন্ত চলবে সুপার কাপ। দিনক্ষণ ঠিক হলেও, কোথায় হবে তা এখনও জানা যায়নি। রবিবার সকালে এআইএফএফ বিবৃতি দিয়ে এমনটাই জানায়।
মোট ১৬ টি দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে খেলা হবে সুপার কাপ। গ্রুপ শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে যাবে। সোমবার থেকে ক্লাবগুলিকে চিঠি পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে ক্লাবগুলির তরফ থেকে জানানো হয়েছিল আইএসএলের নিশ্চয়তা না দিলে সুপার কাপ খেলা নিয়ে তারা ভেবে দেখবে। এছাড়াও রবিবার ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য কার্যনির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠন করা হবে। এই কমিটির দায়িত্বে থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় এল. নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।

