কৃষ্ণনগর : পুত্রবধূকে বাঁচাতে গিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে ছেলের হাতে খুন হলেন বাবা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বারুইহুদার দুর্লভপাড়ায়। মৃতের নাম সাধন দুর্লভ (৫৫)।
অভিযুক্ত ছেলে প্রবীর দুর্লভকে আটক করেছে পুলিশ। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনমজুর প্রবীর দুর্লভ সবসময়ে নেশাগ্রস্ত থাকত। রোজগারের বেশিরভাগটাই নষ্ট করত নেশায়।
শুধু তাই নয়, নেশা করে এসে প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।শুক্রবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই সময়ে ছেলের হাত থেকে পুত্রবধূকে বাঁচাতে ছুটে আসেন সাধন দুর্লভ। নেশা করার প্রতিবাদ করে তিনি ছেলেকে চড়ও মারেন। অভিযোগ, এর জেরেই ক্ষিপ্ত হয়ে প্রবীর, নিজের বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাধনবাবু। পরে তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

