সংসদে শ্বশুর-জামাই একসঙ্গে! প্রসূন কন্যার সঙ্গে বিয়ে সাংসদ আবিররঞ্জনের

কলকাতা: সংসদে একসঙ্গে শ্বশুর-জামাই!
হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবিররঞ্জন বিশ্বাসের। প্রসূনের মেয়ে প্রেরণার সঙ্গে শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আবির। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। বিয়ের মণ্ডপে বসবে চাঁদের হাট। খেলার জগৎ থেকে রাজনীতির জগতের তাবড় তাবড় মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসূন জাতীয় দলের হয়ে খেলা প্রথম ফুটবলার যিনি সংসদে সদস্য হয়েছিলেন। ২০১৪ সাল থেকে লোকসভার সাংসদ তিনি। কিছুদিন আগে স্ত্রীকে হারান প্রসূন। কিন্তু এবার তাঁদের বাড়িতেই সুখবর। মেয়ে প্রেরণার বিয়ে হতে চলেছে। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন প্রেরণা।
আবিররঞ্জন বিশ্বাস নদিয়ার তৃণমূলের অন্যতম সংগঠক। রাজনীতির ময়দানে পরিচিত মুখ তিনি। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদও। স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে আর এক সাংসদের মেয়ের বিয়ে নিয়ে বেশ উৎসাহ দুই পরবিারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =