কুলতলি : নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। নাবালিকা ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাস নগরের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ৪ বছর আগে বাবা মারা যায় ওই নাবালিকার। প্রথম স্বামী মারা যাওয়ার পর নাবালিকার মা আরেকজনকে বিয়ে করেন। অভিযোগ নাবালিকার মা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেই নানা অছিলায় নাবালিকাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত সৎ বাবা।
এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ নাবালিকার। সম্প্রতি নাবালিকার শারীরিক সমস্যা দেখা দিলে তাঁর মার কাছে সব কথা খুলে বলে সে। মা সব শুনেই মঙ্গলবার রাতে মেয়েকে নিয়ে কুলতলি থানায় যান অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।