ক্রিকেট প্রেমীরা এখনও যেন ঘোরের মধ্যে রয়েছেন। ওয়ান ডে বিশ্বকাপের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বারও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। মিনি বিশ্বকাপে শুধু হারানোই নয়, টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে ইংল্যান্ডকে। যদিও সেই ইংল্যান্ডই আফগানিস্তানের জন্য লাকি হতে পারে। তার আগে অবশ্য অস্ট্রেলিয়াকে সামলাতে হবে। গ্রুপ বি-র অঙ্ক খুবই জটিল। লাহোরে আজ মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারনোর খুব কাছে ছিল আফগানরা। যদিও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে সেটা অপূর্ণ থেকেছে। এ বার মরণ বাঁচন ম্যাচ দু-দলের কাছেই।
অস্ট্রলিয়া বনাম আফগানিস্তান! দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ভরসা আইসিসি টুর্নামেন্ট। সেটাও গত কয়েক বছরে আফগানিস্তানের উত্থানের কারণেই সম্ভব হয়েছে। ‘ছোট’ দলের তকমা এখনও তাদের সঙ্গে। সেই আফগানিস্তান কিন্তু ইংল্যান্ডকে পরপর দুটো আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে হারিয়েছে। বার্তা দিয়েছে, তারাও ভালোবেসেই খেলেন। এর জন্য সর্বস্ব দিয়ে লড়তে তৈরি।
এই ম্যাচের উপর গ্রুপ বি-র নানা অঙ্ক। ইংল্যান্ড আগেই ছিটকে গিয়েছে। তবে গ্রুপ পর্বে ইংল্যান্ডের এখনও একটা ম্যাচ বাকি। নিজেরা সেমিতে যেতে না পারলেও অন্যের যাত্রা ভঙ্গ করতে পারে। হার-জিত-অঙ্কের মাঝে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। আজ যদি আফগানিস্তান হারে, টুর্নামেন্ট থেকে বিদায়। জিতলেও সেমিফাইনাল পুরোপুরি নিশ্চিত নয়।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট করে। আফগানিস্তানের ২ পয়েন্ট। আফগানিস্তান এই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট হবে। বলা যায়, সেমিফাইনালে এক পা রাখল তারা। আর অস্ট্রেলিয়া জিতলে ৫ পয়েন্ট। কিন্তু ম্যাচটি যদি ভেস্তে যায়, আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩। অস্ট্রেলিয়ার হয়ে যাবে ৪ পয়েন্ট। এ বার ধরা যাক শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতল, সেক্ষেত্রে তাদের পাঁচ পয়েন্ট হবে। অর্থাৎ ৫ ও ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।