মনোজ মিত্রের প্রয়াণে শোকের আবহ বাংলায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের আবহ। অভিনয়ের জন্য এখনও আপামর বাঙালির মণিকোঠায় তিনি। বাঞ্ছারামের বাগান ছবিতে তাঁর অনবদ্য অভিনয় যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একদিকে মঞ্চে ও অন্যদিকে সিনেমাতেও পাল্লা দিয়ে খ্যাতির শিখরে তাঁর অনায়াসে বিচরণ। মনোজ মিত্রর জীবনাবসানে মুহ্যমান সকলেই।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জানার পরে গভীর শোক প্রকাশ করেছেন। এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন। মঙ্গলবার সকালে শ্রী মিত্রের মৃত্যু সংবাদ পেয়ে এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান – প্রখ্যাত নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্র’র প্রয়াণে শোকাহত হলাম।

বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য।

তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 7 =