ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসে গাড়ি ডুবল গঙ্গায়

এক পরিবার গাড়ি নিয়ে এসেছিলেন ভূতনাথ মন্দিরে পুজো দিতে। এবার গাড়ি থেকে পরিবার বেরলেও ভিতরে ছিল এক কিশোর। আর তখনই বিপত্তি। আচমকাই স্করপিও গাড়িটি চলতে শুরু করে। আর তারপরই গঙ্গায় ডুবে যায় সেটি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কিশোর।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল ওই পরিবার। নিমতলা ঘাটে তাঁরা গাড়ি নিয়ে যান। জানা গিয়েছে, গাড়িটি নিউট্রাল অবস্থায় ছিল। আর গাড়ির ভিতরে সেই সময় এক কিশোর ছিল। আচমকাই গাড়িটি গঙ্গার জলে চলে যায়।

এদিকে রবিবার হলেও ঘাটে সেই সময় ছিলেন অনেকেই। গাড়িটিকে ডুবতে দেখেই শুরু হয় হই-হট্টগোল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত কলকাতা পুলিশের আধিকারিকদেরও। দ্রুত তাঁরা কিশোরকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় সে। তবে জলে ততক্ষণ ডুবে যায় গাড়িটি। এরপর সেটি উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধারের কাজে হাত মেলায় বিপর্যয় মোকাবিলা দফতরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =