সন্দেশখালির ঘটনা ধামাচাপা দিতে ফেক ভিডিও ভাইরাল তৃণমূলের, দাবি সুকান্তর

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে বৃহস্পতিবার সকালে বার্নপুরে রোড শো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই রোড শোর ফাঁকে সন্দেশখালি নিয়ে যেসব ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলেন, ‘সন্দেশখালির পাপ ঢাকার জন্য তৃণমূল কংগ্রেস অনেক কিছু করছে এবং ভবিষ্যতেও করবে। ভিডিও ফেক করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্যের গলা বসানো হচ্ছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাও ব্যবহার করা হচ্ছে। তাই সাধারণ মানুষদের বলছি এইসবে বিভ্রান্ত হবেন না।’
রাজ্যপাল সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘মানুষ বিচার করুক।’ নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমরা তো বলছি না, সুপ্রিম কোর্টই তো বলেছে এসএসসি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে।’ এদিন বার্নপুর বাসস্ট্যান্ড থেকে হুডখোলা গাড়িতে শুরু হয় এই রোড শো। মাঝে টাউন মন্দিরে প্রার্থীকে নিয়ে পুজো দেন সুকান্ত মজুমদার। পরে রোড শো রামবাঁধ, বন্ধুমহল মাঠ, সুভাষপল্লি ßুñল হয়ে বার্নপুর বাসস্ট্যান্ডে শেষ হয়।
এই রোড শোতে ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা অমর কুমার বাউরি, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =