কলকাতা-চেন্নাই ম্যাচের মাঝেই এল ভুয়ো মেইল

আইপিএল-এর ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমাতঙ্ক ইডেন গার্ডেন্সে। বুধবার মাঠে যখন খেলছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপারকিংস, তারই মধ্যে এল মেইল। সেই মেইলে দাবি করা হয়েছে, ম্যাচ চলাকালীনই বোমা ফেলা হবে ইডেনে। সিএবি-র কাছে এদিন সেই মেইল আসে।

মেইল দেখার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য তৈরি হয়। সঙ্গে সঙ্গে সিএবি-র তরফে যোগাযোগ করা হয় লালবাজারের সঙ্গে। কলকাতা পুলিশ দেরী না করে বিষয়টির তদন্ত শুরু করে। দ্রুত ইডেনে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়। নিরাপত্তাও জোরদার করা হয়। তবে পরে জানা গিয়েছে, এটি একটি ভুয়ো মেইল।

মঙ্গলবার রাতেই পাকিস্তানে ঢুকে জঙ্গি হামলার বদলা নিয়েছে ভারত। পাকিস্তান কোনও পাল্টা হামলা চালাবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তারই মধ্যে বুধবার সামনে এল এই বোমাতঙ্কের খবর।

এদিন দুই পক্ষে একাধিক তারকা ক্রিকেটার খেলছেন। রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মতো প্লেয়াররা। তার মধ্যে মনে করা হচ্ছে, এই মাঠে সম্ভবত এটাই ধোনির শেষ খেলা। ফলে ধোনিকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই মাঠের সঙ্গে ধোনির অনেক খেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই তাঁর খেলা দেখতে এদিন উপচে পড়ছে গ্যালারি।

উল্লেখ্য, কিছুদিন আগে এই কেকেআর-এর খেলা চলাকালীনই মাঠে ঢুকে পড়েছিলেন বিরাট কোহলির এক ভক্ত। ফেন্সিং টপকে যেভাবে সেই যুবক ভিতরে ঢুকে পড়েন, তাতে ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এবার ম্যাচের মাঝে ছড়াল বোমাতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =