বিপুল পরিমাণ নগদ টাকার পর এবার জাল নোটের পাহাড় । কলকাতা পুলিশের এসটিএফ-এর অভিযানে কলকাতা থেকে উদ্ধার ফের বিপুল পরিমাণ জাল নোট। আর তা উদ্ধার করা হয়েছে শহরের তপসিয়া অঞ্চল থেকে। এসটিএফ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই বছর ৩০-এর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম রাকিমুল শেখ। বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। গোপন সূত্র মারফত স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো শনিবার দুপুরে প্রস্তুত ছিলেন আধিকারিকরা। শেষ পর্যন্ত তপসিয়া ক্রসিংয়ের কাছে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করেন কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা।
এরপর রাকিমুলকে থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে থরে থরে সাজিয়ে রাখা জাল নোট। সেখানে নজরে আসে বেশ কয়েকটি ৫০০ টাকার বান্ডিল। তবে সবই জাল নোট। তল্লাশিতে এমন ৩০০টি জাল নোট উদ্ধার করেন গোয়েন্দারা। সব মিলিয়ে দেড় লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেপ্তার করেন এসটিএফ আধিকারিকরা এবং উদ্ধার হওয়া ওই জাল নোট বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন এসটিএফ গোয়েন্দারা। ওই যুবককে জেরা করে এই জাল নোট চক্রের পিছনে আরও কারা কারা রয়েছে তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। এরই পাশাপাশি ধৃত ওই যুবকের এর আগে কোনও অপরাধের রেকর্ড রয়েছে কি না বা এই জাল নোট চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত, অতীতে কোথায় কোথায় জাল নোটের কারবারের সঙ্গে ওই যুবক জড়িত ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশের গোয়েন্দারা।
জাল নোটের কারবার রুখতে এর আগেও কলকাতা পুলিশকে সক্রিয় ভূমিকায় নামতে দেখা গিয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। এবার ফের বড়সড় সাফল্য এসটিএফের। ধৃত এই যুবককে জেরা করে এই জাল নোট চক্রের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা। এরপর এদিন তপসিয়া এলাকায় অভিযানে প্রায় দেড় লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যে বেড়েই চলেছে জাল নোটের কারবার। গত ২৮ ডিসেম্বরই ক্যানিং থেকে বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার তালদি বাস স্ট্যান্ডের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে জালনোট সহ ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, জাল নোট বাজারে চালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। ঘটনায় জালনোট সহ হাতেনাতে ধরা হয় তাদের। ধৃতদের নাম সইফুদ্দিন গাজি এবং আবদুর রহমান হালদার ওরফে মনি। ধৃতদের বাড়ি ক্যানিংয়ের পূর্ব বয়ারসিং এবং শিবনগর এলাকায়।