কম সুদে ঋণের ফাঁদে লোক ঠকানো কারবার! ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস লেকটাউনে

কলকাতা: ঋণ দেওয়ার নাম করে প্রতারণা। কল সেন্টারের আড়ালে চড়া সেই প্রতরণা চক্রের পর্দা ফাঁস করল  লেকটাউন থানার পুলিশ।সোমবার লেকটাউনের দক্ষিণদারি রোডে বহুতলে থাকা সেই কলসেন্টারে হানা দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২জন তরুণী।

পুলিশ সূত্রে খবর, লেকটাউন থানা এলাকায় ১৭/কে/৫ দক্ষিণদারি রোডের একটি বহুতলে অফিস খুলে কলসেন্টার চলছিল। কীভাবে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ? পুলিশ সূত্রে খবর, কম সুদে ঋণের প্রস্তাব নিয়ে লোকজনকে ফোন করা হত। ঋণ নিতে আগ্রহীদের ফাঁদে ফেলা হত। ঋণ দেওয়ার বদলে তাঁদের নামে মোটা টাকার বিমা করিয়ে টাকা হাতানো হত। ওই অফিসে তল্লাশি চালিয়ে ৩০টি মোবাইল ফোন, ক্রেডিট কার্ড এবং বেশ কিছু নগদ উদ্ধার করে পুলিশ।

কলকাতায় ভুয়ো কলসেন্টারের মাধ্যমে প্রতারণা চক্র এর আগেও ফাঁস করেছে পুলিশ। নিউটাউন, সেক্টর ৫ এ একাধিক ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করেছে পুলিশ। কোথাও কলসেন্টারগুলির টার্গেট হত বিদেশি গ্রাহকরা, কোথাও আবার দেশের লোকেদের সঙ্গেই প্রতারণা করা হত। কোথাও আবার পরিষেবা দেওয়ার নাম করেও অনাবশ্যক অর্থের বোঝা চাপানো হত গ্রাহকদের ওপর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =