শনিবার সকাল থেকে রাত, ২৪ ঘণ্টায় ৩ বিস্ফোরণ, আহত ১ পুলিশকর্মী সহ ১০

গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে তিন বিস্ফোরণ। তার জেরে আহত এক পুলিশকর্মী সহ ১০ জন। স্থানীয় সূত্রে খবর, জম্মুর বাজালথা এলাকায় শনিবার রাতে লরিতে বিস্ফোরণের জেরে আহত হন এক পুলিশকর্মী। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধরা চৌক এলাকায় ডিউটি করছিলেন সুরিন্দর সিং নামের ওই পুলিশ কনস্টেবল। শনিবার রাতে সেখানে আসে একটি ডাম্পার লরি। তখন সেটিকে থামিয়ে চেকিং করছিলেন ওই পুলিশকর্মী। সে সময়ই ওই লরিতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই আহত হন ওই পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বিস্ফোরণের ঘটনার পর তদন্তে নামে পুলিশ। সেখানে দেখা যায়, এই বিস্ফোরণ কোনও দুর্ঘটনা নয়। পরে বিষয়টি নিয়ে নাগরোটা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। অজ্ঞীতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরও করে পুলিশ। এর পাশাপাশি শুরু হয়েছে তদন্তও। কারণ, কী থেকে ওই বিস্ফোরণ ঘটনো হয়েছে তার উৎস খুঁজে দেখেতে চান তদন্তকারীর। নাশকতার বিষয়টিও উ়ুড়িয়ে দেওয়া হচ্ছে না জম্মু প্রশাসনের তরফ থেকে।

এদিকে সিধরায় লরিতে বিস্ফোরণের দিনই জম্মুর নারওয়াল এলাকায় আরও দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। আধ ঘণ্টার ব্যবধানে ঘটে এই দুই বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণ হয়েছিল শনিবার সকাল ১১টা নাগাদ। সূত্র মারফত জানা গিয়েছে, একটি মহীন্দ্রা বলেরো গাড়ি ব্যবহার করে প্রথম বিস্ফোরণ ঘটনো হয়। আইইডি-র মাধ্যমে সেই বিস্ফোরণ দুটি ঘটানো হয়েছিল বলে জানা জানানো হয় জম্মু পুলিশ সূত্রে। এমনকি দুটি বিস্ফোরণের তীব্রতাও ছিল অনেক বেশি। এই দুই বিস্ফোরণে ৯ জন সাধারণ মানুষ আহত হন বলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়। বিস্ফোরণের পর কাশ্মীর পুলিশের বিশেষ দল এবং ভারতীয় সেনা ঘটনাস্থলে যায়। চলে সার্চ অপারেশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =