লখনউ : উত্তর প্রদেশের লখনউয়ে একটি বাজি কারখানায় জোরালো বিস্ফোরণ হল রবিবার। গুন্ডওয়া এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার মালিক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। আহত হয়েছেন আরও কয়েক জন। মোট মৃতের সংখ্যা ৭।
রবিবার দুপুরে জোরালো একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তার পর শুরু হয় আর্ত চিৎকার। তাঁরা দেখেন বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। সঙ্গে সঙ্গে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। কারখানার একাংশ ভেঙে পড়ে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন লখনউয়ের জেলাশাসক এবং পুলিশ কমিশনার।

