নয়া দিল্লি: সব বুথ ফেরৎ সমীক্ষায় যেখানে দেখাচ্ছে গুজরাত আর হিমাচলে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ঠিক সেই সময় হিমাত প্রেশ বিধানসভা নির্বাচন নিয়ে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা কিন্তু তুলে ধরেছে একেবারে ভিন্ন এক ফল। আর এই বুথ ফেরত সমীক্ষায় মিলে গেলে যথেষ্টই অস্বস্তি বাড়বে বিজেপি শিবিরের৷ কারণ, হিমাচল প্রদেশ বিধান সভা নির্বাচনে কংগ্রেসকে এগিয়ে রাখছে এই সমীক্ষা। শেষ পর্যন্ত এই পূর্বাভাস মেলে কি না তার জন্য আরও একদিন অপেক্ষা করতেই হবে সাগ্রহে।
হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় ৬৮-সদস্যের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষায় দাবি, বিজেপি হিমাচল প্রদেশে ২৪ থেকে ৩৪ আসন জিততে পারে।অন্যদিকে এই সমীক্ষার বিচারে কংগ্রেস ৩০ থেকে ৪০ বিধানসভা আসনে জয়ের দাবি করতে পারে হিমাচল প্রদেশে। তবে দাঁত ফোটাতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের আপ।