‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে উত্তেজনা ছড়াল বেলঘড়িয়ায়

ব্যারাকপুর: ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে এবার উত্তেজনা ছড়াল বেলঘড়িয়ায়। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে এ রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে কেরালা ও তামিলনাড়ুতে ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে।
এই বিতর্কের মাঝেই এদিকে মঙ্গলবার সকালের দিকে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি দেখতে বেলঘড়িয়ার রূপমন্দির প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমান দর্শকরা। আর এই দর্শকদের ভিড় জমাকে ঘিরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রূপমন্দির প্রেক্ষাগৃহ চত্বরে। অভিযোগ, প্রেক্ষাগৃহের দেওয়ালে সাঁটানো ছবির পোস্টের ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি প্রেক্ষাগৃহের গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। জোর করে প্রেক্ষাগৃহের ভেতরে ঢুকতে গেলে বেলঘড়িয়া থানার পুলিশ দর্শকদের বাধা দেয়। পুলিশি বাধা ঘিরে দু’পক্ষের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি বেধে যায়। টিকিট কেটে সদ্য মুক্তি পাওয়া ছবিটি দেখতে না পাওয়ায় ক্ষোভে দর্শকরা প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, জোর করে প্রেক্ষাগৃহে প্রবেশ করতে যাওয়া দর্শকদের পুলিশ ধাক্কা মারতে মারতে প্রেক্ষাগৃহের সামনে থেকে সরিয়ে দেয়। পাশাপাশি ‘দ্য কেরালা স্টোরি ‘ ছবি দেখতে আসা জমায়েত দর্শকদেরও প্রেক্ষাগৃহের সামনে থেকে হটিয়ে দিয়ে পুলিশ পরিস্থিতির সামাল দেয়। দীপ্তি ওঝা নামে এক দর্শক এদিন ক্ষোভের সঙ্গে বললেন, ৪০ জনের টিকিট কাটা ছিল। কিন্তু ছবি নিষিদ্ধ তা আগাম জানানো হয়নি। হলের সামনে এসে দেখি ছবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। হলের গেটে তালা ঝুলছে। দীপ্তি দেবীর কথায়, ছবিটি সদ্য মুক্তি পেয়েছে। এই ছবির বিষয়বস্তু সবার জানা কিংবা বোঝার দরকার আছে। তবে রূপমন্দির প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন। তাদের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যারা অফ লাইনে টিকিট কেটেছেন, তাদের টাকাও ফেরত দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 20 =