আর জি কর কান্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব সিজিওতে

কলকাতা : আর জি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুতে এবার তলব করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। বৃহস্পতিবারই সিবিআই তলব করেছে সন্দীপকে। এদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সন্দীপ ঘোষ। সেইসঙ্গে আরও দুজনকে তলব করা হয়েছে।

বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর একটি বিশেষ দল। তাঁদের সঙ্গে ফরেন্সিক টিমও রয়েছে। ওইদিনই তাঁরা আরজি করে গিয়েছিলেন। ঘুরে দেখেছেন ঘটনাস্থল। এদিন কলেজের অধ্যক্ষ-সহ তিন আধিকারিককে তলব করেছে তদন্তকারী দল।

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারী পড়ুয়ারা। প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্টও। হাইকোর্টের নির্দেশেই শুরু হয় সিবিআই তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =