ভারত জোড়ো পদযাত্রার মাঝেই পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু

পঞ্জাবে ভারত জোড়ো যাত্রার মাঝে রাহুল গান্ধির সঙ্গে পদযাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল  কংগ্রেস সাংসদ সন্তকোষ সিং চৌধুরীর।শনিবার সকালে পঞ্জাবের ফিলৌরে এই ঘটনা ঘটে। সূত্রে খবর, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কংগ্রেস সাংসদকে।এই ঘটনার পরই এ দিনের মতো ভারত জোড়ো যাত্রা স্থগিত করে দেওয়া হয়। প্রসঙ্গত, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এই সন্তকোষ সিং চৌধুরী। বর্তমানে জলন্ধর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৯- দু’ বারই লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হন। সূত্রে খবর, এ দিন রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছিলেন প্রবীণ এই সাংসদ। তখনই অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে ফাগওয়ারার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। ১৯৪৬ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেছিলেন সন্তকোষ সিং চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − two =