ঐতিহাসিক জয়েও পয়েন্ট খোয়াল বাংলাদেশ, পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই সংস্করণে আহামরি পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান ও বাংলাদেশ। বেশ কিছু ক্ষেত্রেই চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। এরপর নিউজিল্যান্ডের মাটিতেই টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়েছিল বাংলাদেশ। এ বারও চমক দিয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তাতেও অবশ্য লাভ হয়নি। দু-দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খুঁইয়েছে।

সদ্য ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে তারা। প্রথম বার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারানোর আনন্দ দীর্ঘস্থায়ী হল না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট হাতছাড়া হয়েছে। তার কারণ স্লো ওভার রেট। বাংলাদেশের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পয়েন্ট টেবলে পাকিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ (সপ্তম)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সদ্য প্রকাশিত পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। শতাংশের নিরিখেই টেবলে জায়গা ঠিক হয়। ভারতের শতকরা পয়েন্ট ৬৮.৫২। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের শতকরা পয়েন্ট ৬২.৫০। পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। বাংলাদেশের কাছে হারের পর এমনিতেই পিছনোর কথা ছিল তাদের। স্লো ওভার রেটের জন্য ৬ পয়েন্ট কাটা গিয়েছে পাকিস্তানের।

সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। এই সিরিজে ভালো পারফর্ম করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য ভারতের। এ বার ফুল টিমই পাচ্ছে ভারত। যদিও স্কোয়াড ঘোষণা করেনি বোর্ড। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরই স্কোয়াড ঘোষণা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 10 =