আগামী দু-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা হেরফের হবে না

সপ্তাহের শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। স্বস্তির বৃষ্টির জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় সকলে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর তেমন কোনও আশার বাণী শোনাতে পারেনি। বলা হয়েছে, চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সকাল থেকই মাথার উপর থাকবে চড়া রোদ। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি এও জানানো হয়েছে,আগামী দু’থেকে তিনদিনের মধ্যেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে রাজ্যের বেশ কিছু জেলা।
তবে কলকাতা শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৮৮ শতাংশ। ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও জ্বালাপোড়া গরমে নাজেহাল হতে চলেছে শহরবাসী। সকাল থেকেই গুমোট ভাব অনুভূত হচ্ছে শহরে। আগামী দু’থেকে তিনদিন এমনই তাপমাত্রা থাকবে কলকাতায়। তবে ২৫ মে-র পর থেকে কিছুটা হাওয়া বদল হতে পারে মহানগরে।
এদিকে দক্ষিণবঙ্গেও আপাতত দু’থেকে তিনদিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার ও পরশু বুধবার ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে। হতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গল ও বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে মঙ্গলবার ২৩ মে। বিদর্ভ থেকে তেলঙ্গনা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। মারাঠাওয়াড়া হয়ে কর্নাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। তার জেরে সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এলাকায়। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোঙ্কন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরপ্রদেশ রাজস্থান, মধ্যপ্রদেশ ও বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা। ছত্তিশগড়ে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =