দিন আনি দিন খাই তবু জিতলে ভ্যান চালিয়েই মানুষের কাজে যুক্ত থাকব: সিপিএম প্রার্থী

রাজীব মুখোপাধ্যায়

হাওড়া: গরিবের দল বলেই একসময় রাজ্যের শাসন ক্ষমতা দখল করেছিল সিপিএম সহ বাম দলগুলো। তারপর ছেচল্লিশ বছরে গঙ্গা দিয়ে বয়ে গেছে জল। এবারের পঞ্চায়েত ভোটে হাওড়ার থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতে ১১৫ নম্বর পার্টে প্রার্থী করেছে আক্তার আলি আনসারি। পেশায় ভ্যান চালক হলেও মানুষের সেবা করতে চান বলেই এবারে প্রার্থী হয়েছেন। সকালে ও বিকালে পেশার ফাঁকে তিনি নিজের প্রচার সারছেন। প্রচারেও সেই রকম কোনও জা¥কজমক ছাড়াই প্রচার সারছেন এই সিপিএম প্রার্থী। নিজের জয়ের বিষয়ে যথেষ্টই আত্মবিশ্বাস রয়েছে পঞ্চাশ ঊর্ধ বাম প্রার্থীর। এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন। এই প্রসঙ্গে প্রার্থী আক্তার আলি আনসারি বলেন, ‘দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেটাই পালন করছি। ১১৫ নম্বর পার্টে দাঁড়িয়েছি। মানুষের সেবা করতেই প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নিশ্চিত মানুষ আমাকে জয়ী করবেন। তারা আমাকে ভালোবাসেন।’
যদিও নির্বাচনে জয়ী হলেও পুরানো পেশাকেই আঁকড়ে ধরে থাকবেন বলেই জানান আনসারি। তিনি বলেন, ‘পুরানো পেশা ছাড়বো না। ভ্যান চালিয়েই এলাকার মানুষদের সেবা করবো। এখানে জল নিকাশি, পানীয় জল, রাস্তা সহ একাধিক সমস্যা আছে। সেগুলোর সমাধান করবেন জয়ী হয়ে। চোর হটাও – পঞ্চায়েত বাঁচাও এই স্লোগানকেই সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী ১১ তারিখে প্রমাণ পেয়ে যাবেন।’ বলেই জানান আত্মবিশ্বাসী আক্তার আনসারি।
স্থানীয় বাসিন্দা শের মহম্মদ বলেন, ‘সিপিএমের প্রার্থীকে অনেকদিন ধরেই চেনেন ও দেখছেন। একজন গরিব মানুষ যদি জয়ী হয় ও সে যদি আমাদের মত নিম্নবিত্ত মানুষদের সুযোগ সুবিধা করে দেন তার থেকে বেশি কিছু আশা করা যায় না। তাই আমি ওনাকে সমর্থন করছি। বর্তমানে তৃণমূলের পঞ্চায়েতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড এত কিছু চায় আগে এইসব ছিল না।’
শাসক দলের সংগঠিত অর্থপুষ্ট প্রচার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে নিজের রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচিকে কতটা তার নির্বাচকমণ্ডলীর কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে তার উপরেই নির্ভর করেছে থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর পার্টের সিপিএম প্রার্থী আক্তার আলীর নির্বাচনী ভবিষ্যৎ। তবু নিজের জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়েই ‘দিন আনি দিন খাই তবু জিতলে ভ্যান চালিয়েই মানুষের কাজে যুক্ত থাকবো।’- দাবি থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত প্রার্থী ভ্যানচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =