সবাইকে জেলে ঢুকিয়ে দিলেও বাংলায় ২১৩ আসন বেড়ে ২৫০ হবে : পার্থ ভৌমিক

সবাইকে জেলে ঢুকিয়ে দিলেও, সেই হাওয়াই চটি পরা সাদা মহিলা একা বাংলা ঘুরে বেড়াবেন। আর বাংলায় ২১৩ আসন বেড়ে ২৫০ হবে। রবিবার নৈহাটির নবনির্মিত বড়মা কালী মন্দিরের দ্বারোঘাটন করে এমনটাই বললেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

প্রসঙ্গত, নৈহাটির অরবিন্দ রোডের নবনির্মিত মন্দিরে চার’দিন আগে কষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। এদিন বড়মার নতুন মন্দিরের দ্বারোঘাটন করে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেও উত্তর ২৪ পরগনায় তৃণমূলকে দুর্বল করা যাবে না।

পার্থর কথায়, বিরোধীরা ভাবছেন দলের নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করলে নিচুতলার কর্মীরা ঘরে ঢুকে যাবেন। কিন্তু নিচুতলার কর্মীরা শুধু মমতা ব্যানার্জিকে চেনেন। অপরদিকে বরানগরের বিধায়ক তথা দমদম-ব্যারাকপুর জেলার তৃণমূল সভাপতি তাপস রায় বলেন, তৃণমূলের নেতা-মন্ত্রীদের ওপর ভয়ঙ্করভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। ২০২৪ সালে বাংলার মানুষ এর জবাব গুছিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =