গ্রেফতারির পরেও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘দুর্নীতির টাকা’ ঢুকেছে, দাবি ইডি-র

কলকাতা : তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করে বুধবার ইডি-র তরফে জানানো হয়, তৃণমূলের তৎকালীন যুব নেতাকে গ্রেফতার করার কয়েক দিন পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৬০ লক্ষ টাকা ঢোকে। ওই টাকার উৎস সম্পর্কে এখনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত।

গ্রেফতারির পরেও হুগলির বলাগড়ের বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘দুর্নীতির টাকা’ ঢুকেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সম্প্রতি জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন কুন্তল।

২০২৩ সালের জানুয়ারি মাসের ২১ তারিখ। প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলির তৎকালীন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বস্তুত, বুধবারই কুন্তলের জামিন মামলার শুনানি শেষ হয় হাই কোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষ রায় ঘোষণা স্থগিত রাখেন।

প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ায় কুন্তলের। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তথা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল তদন্তকারীদের কাছে দাবি করেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। বাঁকা পথে তৎকালীন যুবনেতার কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছোয় বলে দাবি করে সেই সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণও তদন্তকারীদের হাতে দেন তাপস মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =