তুরস্কে তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত এরদোগান, শুভেচ্ছা মোদির

তৃতীয়বারও প্রেসিডেন্টের গদি ধরে রাখলেন রিসেপ তাইয়েপ এরদোগান (Recep Tayyip Erdogan)।  প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলুকে হারিয়ে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন এরদোগানই। এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তুরস্কের চরম অর্থনীতির সঙ্কট এই নির্বাচনে প্রভাব ফেলবে বলেই মনে করা হয়েছিল, কিন্তু যাবতীয় চ্যালেঞ্জ কাটিয়ে ২০২৮ সাল অবধি প্রেসিডেন্টের গদি পাকা করে নিলেন এরদোগান।

রবিবার রাজধানী ইস্তানবুলে (Istanbul) নিজের বাসভবনের সামনে থেকে জনতার উদ্দেশে এরদোগান বলেন, ‘২১ বছর ধরে আপনাদের আস্থা অর্জন করেছি। আশা করি, ভবিষ্যতেও সেই আস্থা অটুট থাকবে। আজ জয়ী হয়েছে শুধুই তুরস্ক।’ পরে আঙ্কারায় প্রেসিডেন্ট ভবন থেকে উন্নততর তুরস্ক গড়ার ক্ষেত্রে আরও ভাল কাজ করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। পাশাপাশি পরাজিত প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘বিদায় কামাল।’

কূটনৈতিক সৌজন্য মেনেই তুরস্কের পুনর্নিবাচিত প্রেসিডেন্ট তথা পাকিস্তানের ‘বিশেষ বন্ধু’ এরদোগানকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এরদোগানকে শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনর্নিবাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। আমার দৃঢ বিশ্বাস আগামী দিনে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা আরও মজবুত হবে।’

একাধিক জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, ভূমিকম্পে হাজার হাজার মৃত্যু, পরবর্তী পরিস্থিতি সামলাতে হিমশিম খাওয়ার পরও অটুট জনপ্রিয়তা। ভোট দিয়ে ফের তাঁকেই প্রেসিডেন্ট পদে ফেরাল তুরস্কের (Turkey)জনতা। রবিবার প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী, এরদোগান পেয়েছেন ৫২ শতাংশের বেশি ভোট। আর তাঁর মূল প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুলু পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। সে দেশের নির্বাচন কমিশন এরদোগানকে জয়ী ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =