লন্ডন : ইংলিশ প্রিমিয়ার লিগের গত মরসুমের অপ্রতিরোধ্য দল ম্যানচেস্টার সিটি যেন জিততেই ভুলে গেছে। ব্যর্থতা যেন তাদের সঙ্গী হয়ে উঠেছে। ভিলা পার্কে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে তারা হেরে গেল স্বাগতিক অ্যাস্টন ভিলার কাছে। ভিলার মাঠে টানা ৩টি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হল সিটি।
২০২২ সালে ১-১ ড্রয়ের পর গত ডিসেম্বরে গুয়ার্দিওলার দল হেরেছিল ১-০ গোলে। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই ম্যাচে হারলো তারা । সবশেষ ৮ ম্যাচে ৬টিতে হেরে গেল সিটি। জিতেছে মাত্র একটি, আর একটি হয়েছে ড্র।
১৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় ভিলা। জন দূরানের গোলে ভিলা এগিয়ে যায়। ৬৫ মিনিটে রজার্স বক্সে সতীর্থের পাস থেকে কোনাকুনি শটে ওর্টেগাকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন।
৪ মিনিট যোগ করা সময়ের ৩ মিনিটে ফোডেন গোল করে ২-১ করেন। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উঠে এল ভিলা। ১৭ ম্যাচে ৮জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল ভিলা। আর এক ধাপ নিচে নেমে গেল সিটি। তাঁদের পয়েন্ট ২৭।