১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড

মেলবোর্ন : শেষবার ইংল্যান্ড ২০১১ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৮৩ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল। সেই সিরিজটাও ৩-১এ জিতেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের দল। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড টেস্ট ম্যাচ জিততে পারেনি। অবশেষে অস্ট্রেলিয়ায় টেস্ট জয় ইংল্যান্ডের সম্ভব হল বক্সিং ডে টেস্টে । এর আগে এই পাঁচ ম্যাচে সিরিজে টানা তিন টেস্ট হেরে সিরিজ হারিয়েছে ইংলিশরা।

শনিবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের মীমাংসা হল মাত্র ২ দিনের মাথায়। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। অজিদের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ইংলিশরা জয় পেয়েছে ৪ উইকেটে।

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪ বছর টানা ১৮টি টেস্ট জয়হীন ছিল ইংলিশরা। এর মধ্যে ১৬টি টেস্টেই হারের মুখ দেখেছে তারা।

মেলবোর্নে প্রথম দিনে ২০ উইকেটের পতনের পর বিকেলের দিকে আবার ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। করে বিনা উইকেটে ৪ রান করে। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই অজিরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পান। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩২ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৭৫ রান।

ট্রাভিস হেড সর্বোচ্চ ৪৬ রান করেন। স্টিভেন স্মিথ ২৪ রানে অপরাজিত থাকেন। আর ক্যামেরন গ্রিন করেন ১৯ রান।

ব্রেয়ডন কার্স ৪টি, বেন স্টোকস ৩টি উইকেট শিকার করে অজিদের গুঁড়িয়ে দেন। এছাড়া প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা জশ টাং এদিন আরও ২ উইকেট শিকার করেন। গুস অ্যাটকিনসন নেন একটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =