রানিগঞ্জের শিল্পপতির বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা

নিজস্ব প্রতিবেদন, রানিগঞ্জ: চণ্ডী কেডিয়ার নামে এক শিল্পপতির বাড়িতে শুক্রবার সকাল থেকেই চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ অভিযান। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর ৫:৩০ নাগাদ চারটি গাড়ি করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ইডির এই বিশেষ অভিযান চলছে। এদিন তারা চার সদস্যের টিম নিয়ে ভোর পাঁচটা থেকে চালাচ্ছে এই বিশেষ অভিযান বলেই প্রাথমিক আনুমান।
জানা গিয়েছে, রানিগঞ্জের শিশুবাগান মোড় সংলগ্ন এনএসবি রোড যা বর্তমানে ৬০ নম্বর জাতীয় সড়ক হয়েছে, সেই জাতীয় সড়কের পাশে নীলকণ্ঠ গলিতে এই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেয়। এই টিমে এক মহিলা সদস্যও রয়েছেন। এই ব্যবসায়ী সম্পর্কে যেটুকু জানা গিয়েছে, এই চণ্ডী কেডিয়ার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় কয়েকটি ফ্যাক্টরি রয়েছে। এমনকি বাইরেও রয়েছে তাঁর বেশ কয়েকটি কলকারখানা। এর মধ্যেই উত্তরপ্রদেশের লখনউতে কোনও হেরাফেরি করার জন্যই নাকি চলছে এই ইডি অভিযান। যদিও এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। বাইরে থাকা বেশ কয়েকজন গাড়ির চালক জানিয়েছেন, তাঁরা কলকাতার ইডি দপ্তর থেকে এসেছেন, সঙ্গে এসেছে সিআরপিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =