শিলিগুড়ি : দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর চালু হল নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পরিষেবা। রবিবার সকাল ১০টা নাগাদ দেশ-বিদেশের পর্যটক-সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। এটি বিকেল প্রায় ৫টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরা।
এদিন টয়ট্রেন চালুর আগে এনজেপির টয়ট্রেন প্ল্যাটফর্মে ডিআরএম-সহ রেলের পদস্থ আধিকারিকরা একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে ডিআরএম বলেন, ‘কয়েক মাস বন্ধ থাকা অবস্থায় রেললাইনের সংস্কার হয়েছে। তাই বর্তমানে কোনও আশঙ্কা নেই।
এছাড়াও বৃষ্টির মরশুম না থাকায় পাহাড়ে ধসের সেরকম সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।’ এদিন সাংবাদিক বৈঠক শেষে ডিআরএম-সহ রেলের আধিকারিকরা সবুজ পতাকা নাড়িয়ে টয়ট্রেনের যাত্রার সূচনা করেন।