নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী রোজগার যোজনার সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় ৭৫ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা দেওয়া হবে। এদিন ভার্চুয়ালি সুবিধাভোগী মহিলাদের সঙ্গেও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন বলেন, আগে মহিলারা কাঠ সংগ্রহ করে দিন কাটাতেন, ক্রমাগত কষ্টের মুখোমুখি হতেন। বৃষ্টির সময় ভেজা কাঠ জ্বলত না; বন্যার সময় কাঠ ভেসে যেত। অনেক সময় শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হত অথবা ভাজা শস্য খেয়ে বেঁচে থাকতে হত। এই যন্ত্রণা বইয়ে লেখা নেই; এটি বিহারের আমাদের বোনদের জীবন্ত বাস্তবতা। তাদের প্রত্যেকেই এই সংগ্রামের মধ্য দিয়ে গেছে।
কিন্তু যখন এনডিএ সরকার তাদের নীতির কেন্দ্রবিন্দুতে নারীদের স্থান দেওয়া শুরু করে, তখন চিত্রটি বদলে যেতে শুরু করে। কোটি কোটি পরিবার একইসঙ্গে গ্যাস সংযোগ পেয়েছে। এখন কোটি কোটি মহিলা ধোঁয়ামুক্তভাবে শান্তিতে রান্না করছেন। তারা ফুসফুস এবং চোখের রোগ থেকে সুরক্ষিত, এবং শিশুরা এখন প্রতিদিন গরম খাবার পায়।

