গত ১০ বছর ধরেই লাগাতার কমেছে উত্তর কোরিয়ার জন্মহার। তাই ‘রাষ্ট্রীয় শক্তি’ মজবুত করতে মহিলাদের কাছে আরও বেশি সন্তানের জন্ম দেওয়ার মিনতি করলেন কিম। আর এই আর্জি জানানোর সময়ই তাঁর চোখে জল আসে।
গত রবিবারের ঘটনা এটি। পিয়ংইয়ং-এ একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩৯ বছরের নেতা। সেখানেই আবেগঘন হয়ে পড়েন কিম।
- প্রসঙ্গত, ২০২৩ সালে উত্তর কোরিয়ার জন্মহার এসে দাঁড়িয়েছে ১.৮-এ। গত বছর দশেক ধরেই তা কমে চলেছে। তাদের চেয়েও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে জন্মহার কমতে কমতে ০.৭৮-এ পৌঁছেছে। যা রেকর্ড। জাপানেও জন্মহার হু হু করে কমেছে। এবছরের হিসাব অনুযায়ী, সেদেশে জন্মহার মাত্র ১.২৬।