ইস্টবেঙ্গলের সঙ্গে শীঘ্রই চুক্তি সেরে ফেলতে চাইছে ইমামি

ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির চুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাতে জল ঢেলে দিলেন খোদ ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল। রবিবার ‘সংবাদ প্রতিদিন’কে ফোনে তিনি বলেন, “পারিবারিক অনুষ্ঠানের জন্য একটু ব্যস্ত আছি আমরা। তাছাড়া চুক্তির আইনি দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, পরের সপ্তাহের মধ্যেই চুক্তি সংক্রান্ত বিষয়টি মিটে যাবে।”

শুধু ফুটবল রাইটস দেওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গল কর্তারা চাইছিলেন, ইস্টবেঙ্গল-ইমামি দু’পক্ষের হাতেই থাক ৫০ শতাংশ শেয়ার। তবে এই জায়গাটায় আপত্তি আছে ইমামি গ্রুপের। আইএসএল  খেলার জন্য ইমামি যেহেতু আর্থিক বিনিয়োগ করবে, তাই ফুটবল দলের বেশি শেয়ার তাদের হাতেই রাখতে চাইছে ইমামি গ্রুপ।

এইসব নিয়েই এখন দু’পক্ষের আলোচনা চলছে। ফোনে আদিত্য আগরওয়াল বললেন, “আমরা ফুটবলের পাশাপাশি ফুটবলারদেরও ভাল রাখতে চাই। ফুটবলের প্রতি আমাদের প্যাশন অনেকদিন ধরেই। আশা করছি, তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযাগিতায় ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসেবে এসেছে ইমামি গ্রুপ। তারপর থেকে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে, কার হাতে কত শেয়ার থাকবে। দলের নাম কী হবে। তাছাড়া চুক্তির আরও বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চলছে দু’পক্ষের মধ্যে।

এর মধ্যে আবার ফুটবলারদের সই করানো নিয়ে ব্যান রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ফুটবলারদের বেতন মিটিয়ে সেই ব্যান না তুললে তাড়াতাড়ি ফুটবলারদের সই করানোও সম্ভব হবে না। সেই কারণে ইমামির সঙ্গে চুক্তির প্রক্রিয়াটা দ্রুত মিটিয়ে ফেলতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। আদিত্য আগরওয়াল যা বললেন, তাতে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হতে আর বেশি দিন সময় লাগবে না বলেই মনে হল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =