জুনিয়র ডাক্তারদের দাবি বিবেচনা করতে মুখ্যমন্ত্রীকে ইমেলে আর্জি বিশিষ্টজনদের

কলকাতা : জুনিয়র ডাক্তারদের দাবি যথার্থ, অবিলম্বে তার সুরাহা প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থকে এবিষয়ে অবিলম্বে পদক্ষেপের অনুরোধ জানিয়ে ইমেল করলেন নাগরিক সমাজের একাংশ।

৭৫ জনের বেশি মানুষের স্বাক্ষর-সহ ওই চিঠি বুধবার সকালে ইমেল করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে। স্বাক্ষরের তালিকায় নাম রয়েছে শিক্ষা, চলচ্চিত্র, চিকিৎসা, আইন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও।

ইমেল বার্তায় বলা হয়েছে, ‘‘আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা, সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে গত ৯ অগস্ট থেকে জুনিয়র ডাক্তারেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহত্তর নাগরিক সমাজ একই দাবিতে মুখর। কিন্তু সিসি ক্যামেরা, রক্ষী নিয়োগ, রেস্ট রুম ও শৌচালয় তৈরি, ওষুধ-সরঞ্জামের পর্যাপ্ত জোগান, স্বচ্ছ রেফারেল সিস্টেম চালু, মেডিক্যাল কলেজে অনিয়ম ও ভীতির পরিবেশের অবসানের মতো ন্যূনতম পরিকাঠামোগত ও প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে অনেক ঘাটতি থেকে গিয়েছে বলেই জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং বহু রোগী-পরিজনের উপলব্ধি।’’

সূত্রের খবর, আর জি করের পাশাপাশি জয়নগরে শিশু খুনের ঘটনা-সহ সাম্প্রতিক একাধিক নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, ‘যেভাবে মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে, তাতে সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। ডাক্তাররা বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছেন।’

চিঠিতে এও বলা হয়েছে, ‘ডাক্তারদের দাবি এবং অভিযোগগুলি একেবারেই যথার্থ বলে আমরা মনে করি। অনতিবিলম্বে সেগুলির সুরাহা হওয়া একান্তই প্রয়োজন। সেটা সার্বিকভাবে নাগরিক নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষার সঙ্গেও সম্পৃক্ত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =