বদলে গেল মাইক্রোব্লগিং সাইট টুইটারের নাম এবং লোগো। উধাও হয়ে গেল পরিচিত সেই নীল পাখি। ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে রাখলেন ‘এক্স’। ‘এক্স’ শব্দটি যে ইলন মাস্কের পছন্দ, সেই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। এই শধ আগেও ব্যবহার করেছেন মাস্ক।
রবিবার থেকেই অনেকে মনে করছিলেন টুইটারের নতুন নাম হতে পারে ‘এক্স’। আর সেটাই সত্যি হল। সোমবার থেকেই টুইটারের নাম ও লোগো বদলে ফেললেন ইলন মাস্ক। ইলন মাস্ক টুইটারের নাম পরিবর্তন করে রাখলেন ‘এক্স’।
একইসঙ্গে টুইটারের পরিচিত নীল পাখিকে বিদায় জানালেন। নীল রং উঠে গিয়ে এ বার সাদা এবং কালোর ছোঁয়া লাগল মাইক্রোব্লগিং সাইটটিতে। প্রসঙ্গত, টেসলা কর্তা মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই একাধিক প্রযুক্তিগত সমস্যা দেখা যায় টুইটারে। বহু প্রযুক্তিবিদ, কর্মীকে ছাঁটাইও করে মাস্কের টুইটার। কিন্তু তা সত্ত্বেও আয়ের মুখ দেখতে পারেনি সংস্থা। বিজ্ঞাপন বাবদ আয়ও ক্রমাগত কমে চলেছে।