প্রবল গরমে অসুস্থ হয়ে ওডিশার নরসিংহপুরে মৃত্যু হল একটি হাতির। নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে হাতির দেহ। তীব্র গরমে অসুস্থ হয়েই ওই স্ত্রী হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা।
সবে এপ্রিল। তাতেই তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে চারদিকে ত্রাহি রব। প্রবল গরম চারদিকে। ওডিশাতেও চলছে দাবদাহ। এ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে বন্যপ্রাণীরাও। নরসিংহপুর ইস্টার্ন ফরেস্ট ডিভিশনের আধিকারিক সুরেশ রাউত জানিয়েছেন, তীব্র গরমে পানীয় জলের অভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হাতিটির।
২০-২৫ দিন আগে মৃত্যু হয়েছে হাতিটির। গত শুক্রবার জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়। হাতিটির বয়স প্রায় ৩ বছর। তবে স্থানীয়দের সন্দেহ, কোনও পাচারকারীর হাতে মৃত্যু হয়ে থাকতে পারে হাতিটির।