সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আগেই যাবতীয় তথ্য কমিশনের হাতে তুলে দিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ১৫ মার্চ বিকেল পাঁচটার আগেই ওই তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই ডেডলাইন শেষের আগে সামনে এল ওই তথ্য।
১২ মার্চ, নির্বান কমিশনের হাতে এই তথ্য তুলে দিয়েছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। একটি পেনড্রাইভে দুটি পিডিএফ ফাইলে এই তথ্য কমিশনকে দিয়েছিল স্টেট ব্যাংক। তারপর, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়েই এই তথ্য প্রকাশ করা হবে। কার্যক্ষেত্রে তাই করে দেখালো কমিশন। কাজেই, ভারতের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট, https://www.eci.gov.in/disclosure-of-electoral-bonds-তে গিয়ে, যে কেউ এখন এই তথ্য ব্যবহার করতে পারবেন।