কাশ্মীরে ভোটের প্রচার তুঙ্গে, রবিবার রামবান ও বানিহালে জনসভা রাজনাথের

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের প্রচার। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার জম্মুতে নির্বাচনী জনসভাও করেছেন তিনি। এবার রবিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী জনসভা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

রবিবার (৮ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের রামবান ও বানিহালে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। উল্লেখ্য, ৯০-আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ভোট হবে ৩ দফায়। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ভোট ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =